বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গত শনিবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের আহসান উল্লাহ হলের উত্তর-পূর্ব পাশে মন্দিরের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন কেন্দ্রীয় মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রধান প্রকৌশলী, অফিস, ইনস্টিটিউট ও সেন্টারের প্রধানগনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই: